রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: বাঁশখালী পৌরসদরের আস্করিয়া পাড়া এলাকায় জামায়াত নিয়ন্ত্রিত রেজিঃবিহীন ১টি মাদ্রাসায় শিক্ষকের হাতে শিশু ছাত্র বলাৎকারের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই শিক্ষককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলেও তা ভিন্নখাতে নেয়ার পাঁয়তারা করছে একটি মহল।
বৃহস্পতিবার রাতে আস্করিয়া পাড়ার দক্ষিণ জলদি হিফজুল কোরান আদর্শ মাদ্রাসার শিক্ষকের হাতে শিশু ছাত্র বলাৎকারের ঘটনাটি ঘটে।
শুক্রবার বিকেলে বলাৎকার বিষয়ে দায়েরকৃত এজাহারে জামায়াত নিয়ন্ত্রিত মাদ্রাসাটির পরিচালক মৌলভী এমরানকে এজাহার ভুক্ত না করায় ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পৌরসভা ৭নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র হারুন শিক্ষক কর্তৃক শিশু ছাত্র বলাৎকারের ঘটনাটি স্বীকার করে বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় দেয়া হয়েছে।
Leave a Reply