রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় পাচারকালে প্রায় চার লক্ষ পিস বাগদা রেণু জব্দ করেছে মৎস্য বিভাগ।বুধবার (২২ মে) রাত ৮টার দিকে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে উপজেলার মাঝের চর এলাকা থেকে এ রেণু জব্দ করা হয়।পরে জব্দকৃত রেণু ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের একটি টিম ভোলা সদর উপজেলার মাঝের চর এলাকায় যৌথ অভিযান চালায়।
এসময় পাচারকালে ছয়টি ড্রাম ভর্তি প্রায় চার লাখ পিস বাগদা রেণু জব্দ করা হয়। তবে তাদের উপস্থিতি টের পেয়ে পাচার কারীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত রেণু তুলাতুলি এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।তিনি আরও জানান মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply