সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
বানারীপাড়া সংবাদদাতা: আর্থিক কেলেঙ্কারীর অভিযোগে বরিশালের বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক খান মো. আল-আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজের গভার্ণিং কমিটির সাবেক সভাপতি মাওলাদ হোসেন সানার নাম ভাঙিয়ে নিয়োগ, বদলি ও শিক্ষকদের বিল ভাইচারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সম্প্রতি কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের কাছে একই কলেজের বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষকের দেয়া অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।এর আগে আরো একবার শ্রেণী কক্ষে ল্যাপটপে শিক্ষার্থীদের পর্ণো ছবি দেখানোর অভিযোগ সাময়িক বরখাস্ত করা হয়েছিলো প্রভাষক খান মো. আল আমিনকে।
অধ্যক্ষ জানান, অভিযোগের বিষয় নিয়ে গত ৮ মে গভার্ণিং বডির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত প্রভাষককে শনিবার সাময়িকভাবে বরখাস্তের চিঠি দেয়া হয়েছে।
একই সাথে ঘটনার তদন্তে শিক্ষানুরাগী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম ইকবালকে প্রধান করেন ৫ সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছে।অভিযুক্ত প্রভাষক খান মো. আল-আমিন বলেন, আমি কলেজের প্রিন্সিপাল কিংবা নিয়োগ কর্তৃপক্ষও নই।
ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গভার্নিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন, অসৎ প্রকৃতির কাউকেই ছাড় দেওয়া হবেনা। তদন্তে অভিযোগ প্রমানিত হলে প্রভাষক খান মো. আল-আমিনের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply