রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
থানা প্রতিনিধি: চরফ্যাসনে মেয়াদ উর্ত্তীন ৪৭ কাটুন খেজুর জব্দ করা হয়েছে। শুক্রবার চরফ্যাসন পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সদর রোডের সালাম মিয়ার আড়তে অভিযান চালিয়ে এসব খেজুর জব্দ করেন।
জানাযায়, চরফ্যাসন পৌর সভার উদ্দ্যোগে মাহে রমজান উপলক্ষে সদর রোডের বিভিন্ন ফল দোকানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।শুক্রবার সকালে সালাম মিয়ার ফলের আড়তে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীন ৪৭ কাটুন(৪৭০ কেজি) খেজুর উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত এসব খেজুর মেঘনা নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে বলে অভিযান পরিচালনাকানী পৌর স্যানেটারী ইন্সপেক্টর জানিয়েছেন।
তবে ভেজাল খাদ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি। স্যানেটারী ইন্সপেক্টর মো. ইকবাল হোসেন জানান, জব্দকৃত খেজুর বিনষ্ট করা হয়েছে। ব্যবসায়ী সালাম মিয়াকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে।
Leave a Reply