বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ছাত্রী ও তার পরিবার।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভিকটিম ও তার পরিবার এই অভিযোগ তুলেন।
ভিকটিম অভিযোগ করেন, একই উপজেলার চর মেমানিয়া গ্রামের নূরুল হক গাজীর বখাটে ছেলে সজিব গাজী তাকে উত্ত্যক্ত করতো। তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৩০ মার্চ সন্ধ্যায় ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে সজিব গাজী। এ সময় আমার চিৎকার স্থানীয়রা ছুটে এলে সজিব পালিয়ে যায়।
ওই ছাত্রীর বাবা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে গেলে তারা সজিবের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেয়। এ প্রস্তাবে প্রত্যাখান করে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণের পরিবর্তে ধর্ষণচেষ্টার মামলা নেয়। থানায় ধর্ষণ মামলা দায়ের না করায় তারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, যেভাবে লিখিত অভিযোগ দিয়েছিল সেভাবেই মামলা রেকর্ড করা হয়েছে। এজহারে কোনো হেরফের করা হয়নি।
Leave a Reply