সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আজ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানব বন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ। বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে সবার পক্ষ থেকে উপাচার্যের পফত্যাগ তরান্বিত করার দাবি জানানো হয়।
বলা হয়েছে লাগাতার চলমান এ অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিদের ক্লাশ ও পরীক্ষা বর্জন, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেসন জটসহ বাড়তি সমস্যায় পড়তে হবে শিক্ষার্থিদের। ইতিমধ্যেই এ খানে চলছে সেসন জট।
আন্দোলনকাররা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বাঁচাতে অবিলম্বে ভিসির পদত্যাগ দাবি জানিয়েছেন।
উল্লেখ্য জাতীয় দিবসের অনুস্টান পালনে শিক্ষার্থিদের অংশগ্রহন চেয়ে গত ২৬ মার্চ শিক্ষার্থিরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। একই দিন সন্ধ্যায় একটি অনুস্টানে উপাচার্য অন্দোলনকারি শিক্ষার্থিদের উদ্দ্বশ্যে কটুক্তি করায় ২৭মার্চ থেকে প্রথনে শিক্ষার্থিরা এবং এখন শিক্ষক ও কর্মচারিরা ভিসি’র পদত্যাগের দাবিতে আন্দোলন করছে আজ ২৩তম দিবসেও। উপাচার্য্য ইতিমধ্যেই দু দপ্তাহের ছুটিতে গেছেন। তার পরেও ১৬এপ্রিল তিনি রক চিঠিতে দুটি ব্যাংকের হিসাব স্থগীত করায় শিক্ষক কর্মচারিদের বেতন ভাতা এখন বন্ধ হভার পথে।
Leave a Reply