রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির আহবায়ক ইমরান হাবীব রুমর, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীসহ শ্রমীক ও ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দে নামে কোতয়ালী মডেল থানা পুলিশের দায়েরকৃর্ত মিথ্যা মামলা ও মিথ্যা তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা কমিটি।
আজ সোমবার (৮ই এপ্রিল) সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করেন তারা।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সদররোডস্থ পুনরায় টাউন হলের সামনে এসে এক প্রতিবাদ সভা করে।বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রমীক ফ্রন্ট নেতা বাবুল তালুকদার, মহসীন মীর, বরিশাল জেলা ছাত্র ফ্রন্ট নেত্রী নাসরিন আক্তার টুম্পা প্রমুখ।উল্লেখ্য ২০১৮ সালের ১৯ই এপ্রিল বাসদ শ্রমীক ফ্রন্ট নগরীতে ব্যাটারীচালিত রিকসার লাইন্সের দাবীতে মিছিল সহকারে সিটি মেয়রকে স্বরকলিপি দিয়ে ফিরে আসার পথে পুলিশ মিছিলকে চারদিক ঘেড়াও করে বেধরক লাটিচার্জ অর্ধাশতাধিক নেতা-কর্মীকে আহত করেঅ
এসময় মিছিল থেকে এমরান হাবীব রুমন, ডাঃ মনিষা চক্রবর্তী,নাসরিন আক্তার টুম্পা সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপতার করে পুলিশ।পরবর্তীতে পুলিশের উপর হামলার অভিযোগ এনে মনিষা সহ ২৫ জনের বিরুদ্বে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
Leave a Reply