রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ঢাকা নৌ-রুটের লঞ্চ কালবৈশাখীর ঝড়ের কাবলে পড়েছে। গতকাল সন্ধ্যা থেকে মেঘাছন্ন আকাশ আর বিদ্যুৎ চমকাতে থাকলেও রাত সোয়া ৯টার দিকে শুরু হয় ঝড়। ঝড়ের কারনে অন্ধকারে রয়েছে বরিশাল সদর উপজেলাসহ বেশ কয়েকটি জেলা শহর। বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে ঝড় দেখে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রটি জানিয়েছে পরবর্তি নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন প্রকার লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করবে না। রাত সোয়া ১০টার দিকে আবহাওয়া ঠিক হয়ে গেলে স্বাভাবিক ভাবে লঞ্চ চলাচল করবে। বরিশাল সদর নৌ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ঝড়ের কারনে সকল লঞ্চ চলাচল বন্ধ হয় এবং আবহাওয়া ঠিক হওয়ার সাথে সাথে বরিশাল থেকে ঢাকাগামী সকল ছেড়ে যায়।
বিষয়টি নিয়ে কথা হয় বরিশাল সদর নৌ থানার সেকেন্ড অফিসার(এসআই) মোঃ রেজাউল করিম এর সাথে তিনি জানান, ঝড়ের কারনে প্রায় ১ ঘন্টা পরে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে সকল লঞ্চ ছেড়ে গেছে তবে কোন অপ্রতিকর ঘটনা ঘটে নাই। তিনি আরো জানান, বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষে’র নির্দেশনা অনুযায়ী লঞ্চ বন্ধ হয়ে যায় এবং তাদের নির্দেশ মোতাবেক লঞ্চচলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply