সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:কোথাও রঙিন স্মৃতিকে ঝালিয়ে নেওয়ার পালা, তো কোথাও নতুন রঙে কাউকে রাঙিয়ে নেওয়ার আবেগ। কোথাও বা জীবনের সব রঙের সঙ্গে নিজেকে একাত্ম করে নেওয়ার লড়াই আবার কেউ বা মশগুল বসন্তের রঙে নিজেকে ভাসিয়ে দিতে। এভাবেই এদিন সকাল থেকে বসন্তের সান্নিধ্যে দোল উৎসব উদযাপনে ব্যস্ত নগরী।
বৃহস্পতিবার (২১ মার্চ) দোলযাত্রা; সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। এটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামেও পরিচিত। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন।
দোলযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা সারাদেশের মতো বরিশালেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ধর্ম-বর্ণনির্বিশেষ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবাই মেতে উঠেছে আবীর-উৎসবে। এইখানে তরুণ- তরুণীরা মেতে উঠে রঙের উৎসবে।
বরিশাল নগরীর বগুরা রোডের এক বাসিন্দা বলেন- হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দোল উৎসব অন্যতম। এ উৎসবকে প্রাণবন্ত করতে আমাদের রঙ খেলার আয়োজন।
Leave a Reply