সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি:বাকেরগঞ্জ উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ফয়সাল আহমেদ প্রিন্স। এসময়ে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।বাকেরগঞ্জ থানার ওসি আ স ম মাসুদুজ্জামান জানান, হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটক বাকি পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।ঘাতক রাসেল নামে একজনের কাছ থেকে নিহত প্রিন্সের মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) দিনগত রাত ৪টার দিকে উপজেলার গারুরিয়া ইউনিয়নের খরাবাদ গ্রামের একটি দোকানের পেছন থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত প্রিন্স একই গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে।জানা গেছে, প্রিন্সের গ্রামের পাশের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছে।
রাতে সেখান থেকে প্রিন্স বাড়ি ফেরার সময় ওই শ্রমিকরা তাকে হত্যা করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে তার মরদেহ একটি দোকানের পাশে ফেলে যায়। খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ প্রিন্সের মরদেহ উদ্ধারে করে। প্রিন্সকে পিটিয়ে ও ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়ে। এতে তার মাথা থেঁতলে গেছে ও তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
Leave a Reply