মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
মেহেন্দীগঞ্জ প্রতিনিধি:বরিশাল-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য পঙ্কজ নাথের আমন্ত্রনে ভাঙ্গন কবলিত হিজলা মেহেন্দীগঞ্জ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। এ খবর পুরানো। কিন্তু এবার হিজলা মেহেন্দীগঞ্জের উন্নয়নে মেঘ না চাইতেই বৃষ্টির মত
প্রত্যাশা পূরণ হচ্ছে এলাকাবাসীর।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর এলাকা পরিদর্শনের একদিনের মাথায় ভাঙ্গন প্রতিরোধে তড়িৎ গতিতে কাজ শুরু হয়ে গেছে। আর এতে করে উচ্ছাসের সৃষ্টি হয়েছে হিজলা মেহেন্দীগঞ্জ এলাকার নিবাসীদের মনে। উন্নয়ন কাজের সূচনা স্বরুপ গতকাল রবিবার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের শতবর্ষী আলীগঞ্জ বাজার বড় জামে মসজিদকে মেঘনার করালগ্রাস থেকে রক্ষায় ৫ শত বালুর বস্তা (জিওব্যাগ) ফেলা হয়।
সরেজমিনে দেখা গেছে, মেঘনার ভাঙ্গনরোধ প্রকল্পের শ্রমিকরা খুবই তৎপরতার সাথে মসজিদটি রক্ষায় জিওব্যাগ ফেলছেন। এই কাজ দ্রুতই বাস্তবায়নে শ্রমিকদের সাথে স্থানীয়রাও সহযোগীতা করছেন। আর কাজ দ্রুত এবং যথাযথ নিয়মে করার জন্য তদারকি করছেন এমপি পংকজ নাথ। এসময়ে কাজের মান উন্নয়নের এবং যথা নিয়মের করার লক্ষে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের র্নিবাহী প্রকৌশলী আবু সাইয়েদ। জানা গেছে, প্রথম দিনেই প্রায় ৫শত জিওব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা হয়েছে। মসজিদটি রক্ষায় ৫ হাজার বস্তা জিওব্যাগ ফেলার কথা রয়েছে।
সূত্র জানায় স্থানীয় এমপি পংকজ নাথের প্রচেষ্টায় শনিবার দিনভর মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলায় নৌ-পথে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম এই মসজিদটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এমপি পংকজ নাথের তত্ত্বাবধায়নে ২৪ ঘন্টার মধ্যেই কাজ শুরু করা হলো। কাজ চলাকালীন সময়ে মেঘনা পাড়ের মানুষগুলোর মধ্যে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।
Leave a Reply