রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ফার্মেসীতে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।ওষুধ প্রশাসন অধিদপ্তর ও গৌরনদী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সাত ওষুধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ অর্ধলক্ষ টাকার ওষুধ উদ্ধার করে পুড়িয়ে ফেলেছে।
এছাড়াও বেশ কিছু ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন।
Leave a Reply