রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাল্যবেলা নিয়ে ‘হাসুর পৃথিবী’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ‘চর্চা’। শিশুদের উপযোগী এই বইতে রয়েছে চমৎকার ইলাস্ট্রেশনের কাজ। বইটির গল্প ও চিত্রায়নে যৌথভাবে কাজ করেছেন অনিন্দ্য রহমান ও আনিকা নাওয়ার।
বইটির গল্পের শুরু হয়েছে টুঙ্গিপাড়া থেকে। পঞ্চাশ দশকের মাঝামাঝি ঢাকায় এসে শেষ হয়। যখন ঊনসত্তরের গণঅভ্যুত্থান ঘনিয়ে আসছিল।
বইটি নিয়ে অনিন্দ্য রহমান বলেন, একজন সফল মানুষের শৈশবকে নিয়ে যখন আমরা আঁকি, সেটা আসলে অনেকভাবে আকাঁ যায়। কিন্তু আমরা চেয়েছি শিশুদের মতো করে আকঁতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্মৃতি কথায় এক জায়গায় লিখেছেন উনি যখন প্রথম স্কুলে যান বাঁশের সাকো পাড় করাটাই অনেক বড় ব্যাপার ছিল। আজকে তিনি প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে পদ্মা সেতু হচ্ছে।
প্রসঙ্গত, অমর একুশে বইমেলায় বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই বইটি পাওয়া যাচ্ছে।
Leave a Reply