মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি:
জেলার মুলাদী উপজেলার প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি। ফলে বিচার নিয়ে শঙ্কিত হয়ে পরেছেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। হতদরিদ্র পরিবার হওয়ায় আদৌ বিচার পাবে কিনা এ নিয়ে তাদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে।
শনিবার দুপুরে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুলাদী-মীরগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৭ নভেম্বর বিকেলে স্কু ছাত্রী তামান্না আক্তারকে ঘরে একা পেয়ে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে।
নিহত স্কুল ছাত্রীর পিতা মঞ্জু চৌকিদার জানান, দুই মাসেও হত্যাকারীদের কেউ গ্রেফতার না হওয়ায় আদৌ বিচার পাবেন কিনা তা নিয়ে তাদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে। এ ব্যাপারে মুলাদী থানার ওসি (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান, ময়নাতদন্তের রির্পোট থানায় না আসায় কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছেনা। রির্পোট হাতে পেলেই দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৭ নভেম্বর রাত নয়টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বাসিন্দা মঞ্জু চৌকিদারের বসত ঘর থেকে তার মেয়ে তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করেছে।
Leave a Reply