মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশের ফেসবুক ব্যবহারকারীরা হঠাৎ করেই সমস্যায় পড়েছেন। ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে নানা জটিলতা দেখা গেছে।
রোববার সকাল থেকেই ব্যবহারকারীরা ফেসবুকে এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন।
অসংখ্য ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে লোডিংয়ে সমস্যা হচ্ছে। অনেক সময় লগ-ইন করতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হয়।
বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশেও এ সমস্যা হচ্ছে কি না তা জানা যায়নি। তবে নেটের আপস্ট্রিটের সমস্যার কারণে পুরো দেশেই ইন্টারনেটে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ তথ্যপ্রযুক্তিবিদ।
Leave a Reply