বরিশালে চাঁদা নেন বিএনপি নেতা, মামলার আসামি আ,লীগ নেতা Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বরিশালে চাঁদা নেন বিএনপি নেতা, মামলার আসামি আ,লীগ নেতা

বরিশালে চাঁদা নেন বিএনপি নেতা, মামলার আসামি আ,লীগ নেতা




এইচ, এম হেলাল॥  বরিশালে বাস কাউন্টার থেকে চাঁদা তুলে খায় বিএনপি নেতা, আর মামলার আসামী হয় আ,লীগ নেতা। পেছন থেকে কলকাঠি নাড়ছেন আরেক আ,লীগ নেতা। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। ত্রিমুখী এ দ্বন্দ্বে বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকরা।

 

 

এদিকে বরিশাল সদর উপ-জেলার ২নং কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে নীল নকঁশায় ফেলে কেন্দ্রীয় নথুল্লাবাদের মালিক সমিতির সভাপতি চেয়ারটি দখল করার অভিযোগ পাওয়া গেছে এক ব্যাক্তির বিরুদ্ধে। নথুল্লাবাদ বাস টার্মিনালে এক শ্রমিককে মারধর করেন মালিক সমিতির সভাপতি আফতাব। এতে ক্ষুব্ধ হয় গোটা নথুল্লাবাদ কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন। সে দিন থেকে শ্রমিকরা এক হয়ে হটিয়ে দেয় আফতাবকে । দফায় দফায় চলে শ্রমিকদের মিছিল, ওই সময় কালিন মালিক সমিতির সাথে আলোচনায় বসে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

কয়েক ঘন্টা বসে এর সমাধান দিতে পারেননি শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি। এসময় প্রায় কয়েক হাজার শ্রমিক শ্রমিকবান্ধব ১৩০ এর শ্রমিক লিটন মোল্লার কাছে এর সমাধান চান। শ্রমিকদের দাবী মালিক সমিতির আফতাব কেন্দ্রীয় নথুল্লাবাদ প্রবেশ করলে তারা সব পরিবহন চালানো বন্ধ করে দিবেন। এমন পরিস্থিতিতে বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন অসুস্থতা দেখিয়ে সভাপতি পদ থেকে ছুটিতে যান।

 

 

এদিকে শ্রমিকদের দাবী আদায় করতে গিয়ে আজ লিটন মোল্লাকে নিল নকশায় ফেলে নিজেদের স্বার্থ আদায় করা হচ্ছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে। মাসের পর মাস গেলেও অসুস্থ আফতাবকে মহামারি করোনাভাইরাসে শ্রমিকদের পাশে দেখা যায়নি। বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আলোচনায় আসেন লিটন মোল্লা। শ্রমিকদের বিপদের সময় পাশে থাকা লিটন মোল্লাকে পেয়ে যেন তারা একজন অভিভাবক পেয়েছেন । ধারনা করা হচ্ছে শ্রমিকদের পাশে থাকায় লিটন মোল্লা যেন দুই থেকে তিন ব্যাক্তির বিষফোড়া হয়ে দাড়িয়েছে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। যার প্রমান মিলেছে বরিশাল কেন্দ্রীয় বাস টারর্মিনালের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার শহিদুলের কাছ থেকে।

 

 

অভিযোগ রয়েছে সাবেক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএনপিপন্থী মোস্তফা ও মালিক সমিতির সভাপতি আফতাব ছয় বছর আগে মোটা অংকের বিনিময় গোল্ডেন লাইন পরিবহন বরিশালে প্রবেশ করায়। বিনিময়ে সাধারন সম্পাদক মোস্তফাকে প্রতি মাসে চাঁদা দিতে হয়।

 

 

এদিকে বর্তমান সাধারন সম্পাদক ফরিদ হোসেন গোল্ডেন লাইন ম্যানেজারের কাছ থেকে চাঁদা না নিলেও মোস্তফা প্রতিমাসে ১১ হাজার টাকা নিয়ে থাকেন বলে একটি বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে। সুত্রটি আরো জানায়, গোল্ডেন লাইন মালিক মোঃ করিম ভরসাকে বেশি টাকা খরচ দেখিয়ে ম্যানেজার শহিদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। যা খোঁজ নিলে সত্যতা পাওয়া যাবে বলে এক কাউন্টার ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

এ ব্যাপারে সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা মোস্তফা বলেন, গোল্ডেন লাইন পরিবহন কাউন্টার মালিকের নিজস্ব কাউন্টার রয়েছে। সাকুরা ,ঈগুল,নিজস্ব কাউন্টার রয়েছে আবার ভাড়ায় ও আছে। টাকার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, গাড়ি ভর্তি বাবদ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথ ভাবে গোল্ডেন লাইন মালিকের কাছ থেকে দশ হাজার টাকা নেয়া হইছে। চাঁদার বিষয়ে তিনি বলেন, আমি সেখানে চাকরী করেছি। বরিশালে গাড়ি নিয়ে কোনো ঝামেলা না হয় সে অনুযায়ী দশ হাজার টাকা আমি পেতাম। প্রতি মাসে দশ হাজার টাকা তো জোর করে নিতাম না বরং সভাপতি আফতাব ভাই গাড়ি মালিককে বলে দেয়ার কারনে আমি সেখান থেকে দশ হাজার টাকা নিতাম। পরে ১১ হাজার টাকা নেয়া হতো বলে জানান এই বিএনপি নেতা মোস্তফা।

 

 

বাস মালিক সমিতির আফতাব হোসন বলেন, কোনো পরিবহন থেকে টাকা দেয়ার সুযোগ বা সুপারিশ আমি করিনা । আমার কাছে এগুলো প্রশ্রয় পায় না।

 

 

সাড়ে তিন বছর ধরে ১১ হাজার টাকা করে চাঁদা নিলে ৪ লক্ষ ৬২ হাজার টাকা আসে। যদিও দেড় বছর ধরে সেই চাঁদা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মোস্তফা। মোস্তফার এমন বক্তব্য যেন লিটন মোল্লাই গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। চাঁদা না দেয়ার জন্য গোল্ডেন লাইন ম্যানেজার শহিদুলকে বলায় লিটন মোল্লাকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন শহিদুল।

 

 

 

বিষয় গুলো নিয়ে গোল্ডেন লাইন ম্যানেজার শহিদুলকে ফোন দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুঠো ফোনে কথা বলবো না সামনে আসেন কথা বলি, এই বলে তিনি মুঠো ফোন কেটে দেন।

 

 

অপরদিকে একাধিক শ্রমিক ও কাউন্টার সংশ্লিষ্টদের সাথে আলাপকালে জানা যায় ভিন্ন কথা। তারা বলেন, দীর্ঘদিন পর শ্রমিকরা একজন শ্রমিকবান্ধব নেতাকে পেয়ে আশার আলো দেখছেন তারা। আর এটাই চক্ষুশূল হয়ে দাড়িয়েছে ক্ষমতালোভীদের। ফলে হঠাৎ করেই আনকোরা এক ব্যাক্তি নিজেকে জানান দিতে নাটকীয়তা শুরু করেছেন। তবে পেছন থেকে কেউ কলকাঠি না নাড়ালে ওই ব্যাক্তি এমন সাহস দেখাতে পারতোনা বলে দাবি তাদের। আর বর্তমান পরিস্থিতিতে বিপাকে পড়ছেন সাধারন শ্রমিকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD