মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের অনলাইন ভিত্তিক জনপ্রিয় “সরকারি আবুল কালাম কলেজ” ফেসবুক গ্রুপের পক্ষ থেকে দূর্ঘটনায় পা হারনো অসহায় ব্যাক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে গ্রুপের কার্য নির্বাহী কমিটির সভাপতি আবু সুফিয়ান’র নেতৃত্বে নগদ ২০ হাজার টাকা অসহায় পঙ্গু মোঃ হানিফের হাতে তুলে দেওয়া হয়। এসময় গ্রুপের কার্য নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই সন্তানের জনক পঙ্গু মোঃ হানিফ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের হাবিব হওলাদারের ছেলে। তিনি ২০ বছর আগে লঞ্চ দূর্ঘটনায় পায়ের কার্য ক্ষমতা হারায়। সাম্প্রতিক হানিফের পায়ে ইনফেকশন হয়ে পচন ধরে। ফলে তার একটি পা কেটে ফেলতে হয়েছে।
এখন তিনি অসহায় জীবনযাপন করছেন। বিষয়টি প্রক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ “সরকারি আবুল কালাম কলেজ” এর নজড়ে আসলে অসহায় ওই ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ভবিষ্যতেও কম বেশি তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply