মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু ব্যবসায়ীদের ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ট্রাক্টরসহ উদ্ধার করা হয়েছে ২ হাজার ঘন ফুট বালু। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বালু খেকোরা।
মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান উপজেলার আমতলী বাজার, গোলগাও ও মাছের বাজার এলাকায় এ অভিযান চালায়।
আনিসুর রহমান খান জানান, করোনার এমন পরিস্থিতিতেও থেমে নেই অবৈধভাবে বালু তোলার মহোৎসব। বালু খেকোরা রাতের আঁধারে খোয়াই নদী থেকে হাজার হাজার ঘনফুট বালু তুলে বেশ কিছুদিন যাবত বিক্রি করে আসছিল। আর তাতে করে সরকার হারাচ্ছিল বিপুল পরিমাণ রাজস্ব। এরই প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এছাড়াও ২০০ ফিট পাইপ, একটি ট্রাক্টর ও প্রায় ২ হাজার ঘনফুট বালু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বালু পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply