বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ মুজিব মানে নতুন কিছু, মুজিব মানে নতুন বাংলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন করে সেজেছে বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড। নগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাস্তার দু’পাশ ও মোড়ে-মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রংয়ের আলোর ঝলকানি। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুল বাশার সুমন ও সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের উদ্যোগে গত শুক্রবার (১৩ মার্চ) থেকে আলোয় আলোকিত হয়ে উঠেছে ওয়ার্ডটি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকীর শুভ দিনটি কাল। ওয়ার্ড আ’লীগের পক্ষ থেকে মুজিব শত বর্ষকে স্বার্থকভাবে ধারন করতে ওয়ার্ড আ’লীগ কার্যালয়, মরকখোলা গোল চত্ত্বর, কমিউনিটি পুলিশিং কার্যালয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
মুজিব বর্ষ হল বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এ বর্ষ উদ্যাপন করা হবে।বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত এই তেজস্বী নেতা অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। দেশটির স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
মুক্তিকামী লাখো মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ওয়ার্ড আ’লীগ সভাপতি হাবিবুল বাশার সুমন বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখিনি। তবে মুজিবের চেতনায় সুন্দর একটি ভূখন্ড পেয়েছি। তিনি আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়ে আলোয় আলোকিত হয়েছিল আমাদের দেশ।
Leave a Reply