বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া বাজারে দিবাগত গভীর রাতে একসপ্তাহের ব্যবধানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফলে ওই বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, চেংগুটিয়া বাজারের চায়ের দোকানী সিরাজ হাওলাদারের দোকান থেকে সংঘবদ্ধ চোরেরা নগদ টাকাসহ মোবাইল ফোন ও প্রায় ১২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার দুইদিন পর অপর চায়ের দোকানী আকছেদ আলী চাঁন বেপারীর দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মাত্র দুইদিন পর বাজারের শচীন শীলের দোকান থেকে সংঘবদ্ধ চোরেরা আইপিএস’র একটি ব্যাটারি চুরি করে নেয়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, একই বাজারে তিন তিনটি চুরির ঘটনায় বাজার কমিটির পক্ষ থেকে কিংবা কোন ব্যবসায়ীরাই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply