শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জে ভয়াভহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
মেহেন্দিগঞ্জের প্রানকেন্দ্র পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে ভয়াভহ অগ্নিকান্ডে ১৭টি দোকান পুড়ে ছাই, প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। গতকাল বেলা ১২টার সময় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল।
পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সরোয়ার আলম আজাদ গণমাধ্যমকে জানান, আকস্মিকভাবে অগ্নিকান্ডের ঘটনায় মূহুর্তেই ভয়াভহতায় রুপ নেয়। কিছুক্ষনের মধ্যেই ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার ৪টি টিম ২ ঘন্টা প্রানপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এসময় পাতারহাট বন্দরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কয়েকটি টিম জনগনের জানমাল রক্ষায় নিরাপত্বার দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় ও থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় জেলা প্রশাসকের পক্ষথেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের নগদ ১০ হাজার টাকা ও ১ মেট্রিক টন করে চাউল প্রত্যেক ব্যবসায়ীকে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply