সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজাজুড়ে এখনো ছড়িয়ে আছে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা, যা সেখানে বেঁচে থাকা মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরায়েল গাজায় অন্তত ২ লাখ টন বোমা ফেলেছে, যার মধ্যে প্রায় ৭০ হাজার টন এখনো বিস্ফোরিত হয়নি।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হালো ট্রাস্টের মধ্যপ্রাচ্য পরিচালক নিকোলাস টরবেট জানান, “গাজা নগরীর প্রায় প্রতিটি অংশেই বোমা পড়েছে। বহু গোলাবারুদ বিস্ফোরিত হয়নি, যা এখন পুনর্গঠনের পথে বড় বাধা।”
তিনি আরও বলেন, এসব বোমা অপসারণে সময় লাগছে, ফলে গাজা পুনর্গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সবচেয়ে নিরাপদ উপায় হলো ছোট বিস্ফোরক ব্যবহার করে ওই বোমাগুলোকেই উড়িয়ে দেওয়া, তবে এর জন্যও প্রয়োজন নিরাপদ কাজের পরিবেশ।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজায় কোন বিদেশি বাহিনী কাজ করতে পারবে তা নির্ধারণের ক্ষমতা একমাত্র ইসরায়েলের। তিনি দাবি করেন, “আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি, যুক্তরাষ্ট্রও আমাদের অবস্থানকে সমর্থন করেছে।”
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি অবরোধ ও অবিস্ফোরিত বোমার এই দ্বিমুখী সংকট গাজার পুনর্গঠনকে অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করছে।
Leave a Reply