বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ বরিশালের মুলাদীতে মসজিদের ইমাম নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেছে। কিন্তু এখনও উদ্ধার হয়নি সে । জানাগেছে, মুলাদী পৌর এলাকার ৩ নং ওয়াডের বাসিন্দা ও তেরচর গগন মোল্লা বাড়ি জামে- মসজিদের ইমাম এবং একই গ্রামের মৃত আবুল হোসেন আকনের পুত্র ইমাম হোসেন গত ১ সেপ্টেম্বর এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোজ হয় বলে জানিয়েছেন তার পরিবার।
বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে খোজ না মেলায় গত ৪ সেপ্টেম্বর রাতে নিখোজ ইমামের স্ত্রী তাসলিমা বেগম মুলাদী থানায় সাধারন ডায়েরী করেছে।
পরিবার সদ্যসরা জানিয়েছেন ইমাম মুলাদী রেইন্ট্রীতলা এলাতকায় লন্ড্রির ব্যবসা করার পাশাপাশি মসজিদের ইমামতি করে এশার নামাজ শেষে দোকানে যাওয়ার পর যথারিতি ১১ টায় বাসায় ফেলে। তবে ঔদিন বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খবর নিয়েও তাকে পাওয়া যায়নী। এমন কি তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ নিখোজ হওয়া মসজিদের ইমাম কে উদ্ধার করতে পারেনী।
এ ব্যাপারে মুলাদী থানা ওসি জিয়াউল আহসান জানিয়েছেন মিসিন ডায়রীর কপি বিভিন্ন আইন-শৃখলা বাহিনীর দপ্তরে পাঠানো হয়েছে এবং তাকে সন্ধানের চেস্টা চলছে।
Leave a Reply