শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
হজযাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গতকাল রবিবারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে বিমানের ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে সৌদি আরব যেতে না পারা ৫ হাজার ২০০ জন বাংলাদেশির হজযাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিমান ও হজ অফিসের তথ্যানুযায়ী, হজযাত্রীর অভাবে গতকাল রবিবারের সকাল ৬টা ৫৫ মিনিটের (বিজি-৩০৭১) এবং বেলা ১১টা ২৫ মিনিটের (বিজি-৫০৭১) ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৩টি হজ ফ্লাইট বাতিল করা হলো। এসব ফ্লাইট বাতিলের কারণে ৫২ হাজার ২০০ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারেননি। এ ছাড়া আরও দুটি ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে। ওই দুটি ফ্লাইট বাতিল হলে আরও প্রায় ৮শর বেশি হজযাত্রীর যাত্রা বাতিল হবে। সব মিলিয়ে প্রায় ৬ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়বে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেছেন, হজ ফ্লাইট শুরুর ৫০ দিন আগে থেকে বিমানের টিকিট বুকিং দেওয়ার জন্য এজেন্সি মালিকদের তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তারা কথা আমলে নেয়নি। হজ এজেন্সিগুলোর টিকিট বুকিং না করায় বিমানের এ পর্যন্ত ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিমানের ৫ হাজার ২০০ হজযাত্রীর ক্যাপাসিটি লস হয়েছে। হজযাত্রী সংকটের কারণে আরও দুটি ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে। সৌদি সরকার আগেই জানিয়ে দিয়েছে, চলতি বছর হজযাত্রী পরিবহনে অতিরিক্ত কোনো সøট দেওয়া হবে না। ফলে বাতিল হওয়া ফ্লাইটের হজযাত্রীদের সৌদি পাঠানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ভিসার জন্য ডিও লেটার নেয়নি ৬৮ হজ এজেন্সি
চলিত বছরের হজযাত্রীদের ভিসা প্রদান কার্যক্রম গত ২৮ জুন এবং হজ ফ্লাইট ১৪ জুলাই থেকে শুরু হয়। বেসরকারি হজ ব্যবস্থাপনা কার্যক্রমে জড়িত ৫২৮টি হজ এজেন্সির বেশির ভাগ এজেন্সি ইতোমধ্যে ভিসার জন্য ডিও লেটার গ্রহণপূর্বক ভিসা সংগ্রহ করেছে। কিন্তু হজ অফিসের তাগাদা দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত ৬৮টি হজ এজেন্সি ভিসার জন্য ডিও সংগ্রহ করেনি। যেসব এজেন্সি ভিসার জন্য ডিও সংগ্রহ করেনি, সেসব এজেন্সির মালিক বা মোনাজ্জেমদের আজ সোমবার সকাল ১০টায় আশকোনা হজ অফিসে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব এজেন্সি কী কারণে ভিসার জন্য ডিও লেটার সংগ্রহ করেনি, সে বিষয়ে শুনানি করা হবে।
হজ অফিসের তথ্যানুযায়ী, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। রবিবার পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ১৯২ জন হজযাত্রীর নামে ভিসা ইস্যু করা হয়েছে।
Leave a Reply