শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ধীরে ধীরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৬ ডেঙ্গু রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৫৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানানো হয়েছে। তবে গতকাল শনিবার বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সকাল ৮টায় তার মৃত্যু হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল খালেক (৬৫)। তিনি ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত নেজাবুল হকের ছেলে।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত আব্দুল খালেককে (৬৫) শুক্রবার দুপুরে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেননি। আজ শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
Leave a Reply