মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২১ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল বুধবার সকাল ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যনেজার মো. নুরুল আনোয়ার মিলন লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘ সময় বন্ধ থাকার পর পদ্মা স্বাভাবিক হওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
এই রুটে বর্তমানে ১৮টি লঞ্চ চলাচল করছে বলেও তিনি জানান।
Leave a Reply