বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি:: বাবুগঞ্জ দেহেরগতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশের (চৌকিদার) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২ টার সময় উপজেলার দেহেরগতি ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) আলী হোসেনের উপর এ হামলা চালায় দেহেরগতি গ্রামের ফাতেমা বেগম, স্বামী কুদ্দুস হাওলাদার, ছোট ভাই শাহাদাৎ হোসেন, ছেলে রবিউল ইসলাম, রিয়াজুল ইসলাম ।
সাম্প্রতিক ঢাকা ফেরত শাহাদাৎ হোসেন, ছেলে রবিউল ইসলাম, রিয়াজুল ইসলামকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় ওই হামলার ঘটনা ঘটায় অভিযুক্তরা বলে জানাযায়।
এ ব্যাপারে ওই গ্রামের ইউপি সদস্য বাবুল হাওলাদার জানান, গ্রাম পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ফাতেমার পরিবার অমার্জনীয় অপরাধ করেছেন। আমরা আলী হোসেন ও ফাতেমা বেগমের পরিবারের লোকজনকে নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা করছি। এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আমি বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply