মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম রেজাউল করিম ওরফে হাবুল আমিন (৪৬)। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাকে অসুস্থ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেজাউল জেলার গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের আব্দুল জব্বার বেপারীর ছেলে। তিনি গৌরনদী থানার জিআর ২২৪/২০১৯ নম্বর মামলার আসামি ছিলেন। শেবাচিম হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন জানান, বুধবার রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ করে রেজাউলের বুকে ব্যথা অনুভব হয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেজাউলের মৃত্যু হয়েছে।
Leave a Reply