শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর এলাকায় জমি এবং গাছ নিয়ে আপন তিন ভাইয়ের মধ্যে মারামারিতে পাঁচ জন আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহতরা হলেন বড় ভাই মালেক রাড়ী, ২য় ভাই কাদের রাড়ী এবং ছোট ভাই কালাম রাড়ী, তাদের এক বোন নুরজাহান।
আহতরা সবাই মৃত সিদ্দিক রাড়ীর সন্তান। এছাড়াও আহত হয়েছেন ২য় ভাই কাদের রাড়ীর স্ত্রী সেলিনা বেগম। ঘটনার বিবরণে তারা জানায়, জমি এবং গাছ নিয়ে তাদের ভাইদের মধ্যে আগেই দ্বন্দ্ব ছিল। তবে ২২ আগস্ট বৃহস্পতিবার খুব সকালে তাদের ভাইদের মধ্যে মারামারি বাধে।
এতে বড় ভাই মালেক এবং ছোট ভাই কালাম একপক্ষ। আর ২য় ভাই কাদের এবং বোন নুরজাহান আরেকটি পক্ষের মারামারিতে তারা সবাই আহত হয়ে চিকিৎসা নিচ্ছে। মারামারির ঘটনায় হিজলা থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে।
Leave a Reply