সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় ৩১ ঘণ্টা পর নানির লাশ উদ্ধার করা গেলেও সন্ধান মেলেনি নাতির।
শুক্রবার সকালে মেঘনার নাছকাঠি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শাহিদা বেগম উপজেলার ছয়গাঁও গ্রামের মোতালেব ব্যাপারীর স্ত্রী। নিখোঁজ সাইমুন হোসেন মো. আলামিনের ছেলে। সম্পর্কে তারা নানি-নাতি।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই নানি ও নাতির সন্ধানে কাজ শুরু করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে মেঘনার নাছকাঠি এলাকায় শাহিদার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। নিখোঁজ সাইমুনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার রাতে উপজেলার হরিনাথপুর ইউপি থেকে নিজস্ব ইঞ্জিনবাহী ট্রলারে ছয়গাঁও থেকে বিশকাঠালী যাচ্ছিলেন ১১ জন। মেঘনার নাছকাঠি এলাকায় অতিক্রমের সময় ঢেউয়ের মুখে ট্রলারটি তলিয়ে যায়। এ সময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নয়জনকে উদ্ধার করে। কিন্তু নানি ও নাতি নিখোঁজ হন।
Leave a Reply