শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা স্বল্প আয়ের পেশাজীবিদের একটি অংশ বেদে সম্প্রদায়। এদের একটি অংশ নৌকায় কাটিয়ে দেয় সারা জীবন। সেই নৌকায় বসবাস করা বেদে পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন, বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ।
হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ এপ্রিল শুক্রবার বিকেলে, বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও বড়জালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা এলাকায় নদীতে নৌকায় বসবাস করা বেদে পরিবারেরকাছ , নিজ হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সংসদ সদস্য। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল, আলু এবং সাবান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আবিদ হাসান, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলায়মান সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
Leave a Reply