শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি : বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ হয়েছেন মোঃ আসাদুল্লাহ সিকদার(১১) নামের মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী। সে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুরের আলমগীর সিকদারের ছোট ছেলে।
নিখোঁজ শিক্ষার্থীর পিতা আলমগীর সিকদার জানান, তার ছেলে হিজলার কালিকাপুরে প্রতিষ্ঠিত কাসেমূল উলুম ইসলামিয়া মাদ্রাসার হেফজোর শিক্ষার্থী।
মাদ্রাসা বন্ধ থাকায় বড়জালিয়া ইউনিয়ন সংলগ্ন তাদের নিজস্ব বাসায় আসেন। এরপর ৯ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় মাদ্রাসার উদ্দেশ্যে পকেটে একশত টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এসময় তার শরীরে নীল রঙের পাঞ্জাবি, পাজামা এবং মাথায় টুপি ছিলো। যখন তারা জানতে পারেন তার ছেলে মাদ্রাসায় পৌঁছায়নি, তখন তাদের পরিচিত সব স্থানে খুঁজে না পেয়ে ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭১৫ ৬১ ৩৫ ১৮ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানাচ্ছেন নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে।
Leave a Reply