সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘর উপহার পেলেন বরিশালের হিজলা উপজেলার ভূমিহীন-গৃহহীন আরো ৩০টি পরিবার।
প্রধানমন্ত্রী ১১ জুন মঙ্গলবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে ঘর প্রদানের উদ্বোধন শেষে হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে পঞ্চম পর্যায়ে বড়জালিয়া ইউনিয়নে ৩০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইয়াসীন সাদেক। এছাড়াও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সুবিধাভোগী পরিবারের সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply