বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বরিশালের হিজলা উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার ১ মে সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে হিজলা আইডিয়াল একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্্যালিটি একই স্থানে এসে শেষ হয়েছে। এরপর হিজলা আইডিয়াল একাডেমির সভাকক্ষে সংগঠনের থানার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি এড. জহির উদ্দিন ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম, বিজনেস ফোরামের সভাপতি শাহানশাহ চৌধুরী সামু, থানার সেক্রেটারি মো.জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
Leave a Reply