শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপতিত্বে শুক্রবার ১৯ এপ্রিল বিকাল ৩টায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাউরিয়ায় সভাপতির বাসভবনে সামনে এই কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন হিজলা উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, নজরুল ইসলাম মিলন, আব্দুল লতিফ খান। এছাড়াও ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যেতে হবে।
নেতাকর্মীরা আরো বলেন, এই নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে। কোন প্রকার পরাজয় মেনে নেওয়া যাবে না। বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে ছিলাম ঠিক তেমনি ঐক্যবদ্ধ ভাবে থাকবো।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ হিজলা উপজেলায় আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি এবং ভবিষ্যতেও থাকবো।
উপজেলা পরিষদে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এর আগে। এবারও আমি আশাবাদী এবারের হিজলা উপজেলার সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে পালনের সুযোগ করে দিবেন।
Leave a Reply