শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌপুলিশ এর যৌথ অভিযানে অবৈধ জালসহ ২ জেলেকে আটক করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, বুধবার ৩ জুলাই দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তরিকুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে মেঘনা নদীতে যৌথ অভিযানকালে অবৈধ একটি পাই জাল ও ৫ টি বেহুন্দী জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এসময় ২ জন জেলেকেও আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ২ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে । জব্দ হওয়া জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
Leave a Reply