শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাইবান্ধার পলাশবাড়ীতে হাতি দেখতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহানারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় অলৌকিকভাবে বেঁচে গেছে তার কোলে থাকা এক বছরের ছেলে শাহাদাত। শনিবার দুপুরে ওই উপজেলার কিশোরগাড়ী ইউপির দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহানারা বেগম ওই গ্রামের আবু মিয়ার মেয়ে।
পলাশবাড়ী থানার এসআই সঞ্জয় সাহা জানান, কয়েকদিন আগে বাবার বাড়ি বেড়াতে আসেন জাহানারা বেগম। শনিবার সকালে বাড়ির সামনের সড়ক দিয়ে হাতি যাচ্ছিল। ওই সময় কোলের ছেলেকে নিয়ে হাতি দেখার জন্য পাশের নির্মাণাধীন ভবনের ছাদে ওঠেন জাহানারা।
এক পর্যায়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যান। ওই সময় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তার আঁকড়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেসহ নিচে পড়ে যান তিনি।
এসআই সঞ্জয় আরো জানান, আহত জাহানারা ও তার ছেলে শাহাদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন। তবে তার ছেলে সম্পূর্ণ রয়েছে।
Leave a Reply