বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আলোকচিত্রী এবং দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম। আগামী সপ্তাহে বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য থাকবে বলে জানান শহিদুলের আইনজীবী।
বুধবার হাইকোর্টের এই বেঞ্চে শহিদুল আলমের জামিন আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। এসময় আদালতে তার সংগে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
গত ৬ আগস্ট এ মামলায় ঢাকা ঢাকার মুখ্য মহানগর হাকিম শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেন।
সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।
এরপর গত ১৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন। কিন্তু গত ১৯ আগস্ট শহিদুলের জামিন আবেদন শুনানির তারিখ এগোনোর আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত। একই আদালতে গত ২৬ আগস্ট শহিদুল আলমের অন্তর্বর্তীকালীন জামিন চাইলে আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি।
এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এই মামলায় গতকাল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শহিদুল আলম।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক ও মিথ্যা’ প্রচারের অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এই মামলা করা হয়।
Leave a Reply