মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিয়েতে গায়ে হলুদ একটি চিরাচরিত রীতি। কিন্তু করোনার সময় সবকিছু বন্ধ থাকলেও ঘরোয়াভাবে বিয়ের আয়োজন ঠিকই হয়েছে। ঠিক তেমনি বন্যার এই সময়ও রীতিমতো ভাঁটা পড়েনি বিয়ের মতো সামাজিক এই রীতিতে। তা যদি হয় হাঁটু পানিতে তাহলে তার চিত্র কেমন হবে ভাবুন তো!
এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, বন্যা কবলিত একটি এলাকায় প্রায় হাঁটু সমান পানিতে চেয়ারে বসে আছে বর ও কনে। আর তাদের ঘিরে রয়েছে আত্নীয়স্বজন ও উৎসুক মানুষজন। তাদের অনেকেই হলুদের ছোঁয়া দিচ্ছেন বর ও কনেকে। এই অবস্থায় তাদের ঘিরে আনন্দমুখর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেইজে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্ট করার পর থেকে প্রায় কয়েক হাজার মানুষ দেখেছেন এই ভিডিও। এছাড়াও কয়েক হাজার রিয়েক্টের পাশাপাশি পাঁচশ’র অধিক মন্তব্য করেছেন বিভিন্ন মানুষ।
ভিডিও দেখতে ক্লিক করুন ।
https://web.facebook.com/watch/?v=336442224393601&extid=mGKJ5WeTGneLFsFT&_rdc=1&_rdr
Leave a Reply