বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ উঠতি বয়সি তরুণ-তরুণীদের মাদক সেবনের এমন দৃশ্য ইদানিং হরহামেশাই চোখে পড়ে। যার ফলে প্রাণও যাচ্ছে। যার সর্বশেষ উদাহরণ বিশ্ববিদ্যালয় ছাত্রী মাধুরি ও আরাফাত।
এসব নিয়ন্ত্রণে নজরদারীও বাড়িয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, শুধু টাকার জন্য বিপথে যাচ্ছে না উঠতি বয়সীরা, এর পেছনে রয়েছে অন্য কারণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপকরা, তরুণ সমাজের অধ:পতনে সামাজিক ভারসাম্যহীনতাকেই দায়ি করেন। এদিকে, মূল্যবোধের অবক্ষয়ে দিনে দিনে তলিয়ে যাচ্ছে উঠতি বয়সীরা, এমনটাই মত জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিউটিটের এই অধ্যাপকের। তরুণদের সুপথে ফেরাতে সবার আগে অভিভাবকদের শক্ত হাতে দায়িত্ব নেয়ার কথা জানান তারা।
ভয়াবহ পরিণতির হাত থেকে রক্ষা পেতে অভিভাবকের সচেতনতা জরুরী বলে অভিমত সমাজ ও মানসিক রোগ বিশেষজ্ঞদের।
Leave a Reply