সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত থেকে বরিশালে আকাশ মেঘলা থাকলেও শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হয়। শুক্রবার বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম থাকলেও বৃষ্টির কারণে দুপুরে নগরীর রাস্তঘাট ফাঁকা হয়ে যায়। জনশূণ্য হয়ে পড়ে নগরী। বরিশাল আবহাওয়া অফিস সূত্র জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশের মতো বরিশালেও বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ মিলিমিটর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টি হতে পারে।
এদিকে মাঘের শীতে দুপুর থেকে হঠাৎ বৃষ্টির কারণে বরিশালবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার দুপুর ১টা থেকে থেমে থেমে বৃষ্টির সাথে বইছে হিমেল বাতাস। বৃষ্টির কারণে শীতের দাপট কিছুটা বেড়েছে। সাপ্তাহিক ছুটির কারণে অফিস আদালত বন্ধ থাকলেও বৃষ্টির কারণে অনেকেই সকাল সকাল ঘরে ফিরে গেছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও তাতে ক্রেতা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর ফুটপাতে সবজি বিক্রেতা শাহাবুল জানান, সাধারণ খেটে খাওয়া মানুষ শুক্রবার দিন শেষে সবজি কিনে নিয়ে যায়। কিন্তু বৃষ্টির কারণে তিনি আজ তেমন একটা সবজি বিক্রি করতে পারেনি। ফলে লোকসান হওয়ার আশংকা করছেন তিনি।
রিকশাচালক সেলিম বলেন, গরীব মানুষের পেটতো আর বৃষ্টি শীত কিছুই বোঝেনা। আয় না হলে পেট চলবে কেমনে? প্রশ্ন রেখে তিনি জানান, বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না। তাছাড়া শুক্রবার বিকেলে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে বের হন। তবে আজ তেমন লোকজন না থাকায় মাত্র একশ’ টাকা আয় করেছেন তিনি। ভ্যান চালক শাহআলম জানান, বিকেলে একটি মেচ বাসায় দুই ছাত্রের বাসা পাল্টানোর কথা ছিল। তবে বৃষ্টির কারণে আজ বাসা পাল্টায়নি। তাই সকালের আয় মাত্র ৪৫ টাকা নিয়েই ঘরে ফিরছেন তিনি।
নতুনবাজার এলাকার মুদি ব্যবসায়ী শামীম জানান, বৃষ্টির কারণে বিকেলে কোন ক্রেতা নেই। হঠাৎ বৃষ্টি হচ্ছে, শীত আর বৃষ্টির কারণে লোকজন একবারে নাই বললেই চলে। তবুও ক্রেতার আশায় দোকান খুলে বসে আছেন তিনি।
অপরদিকে বৃষ্টির কারণে শীতের তীব্রতা কিছুটা বাড়লেও ক্রেতাবিহীন শীতের পোশাক নিয়ে ফুটপাতে বসে আছেন ছালাম, রহিম, জব্বারসহ অনেক ফুটপাতের ব্যবসায়ী। সকালের দিকে খোলা ভ্যানের উপর পোশাক সাজালেও বৃষ্টির কারণে তা পলিথিন দিয়ে ঢেকে বসে আছেন তারা।
বরিশাল আবহাওয়া অফিস সূত্র জানায়, বরিশালে সকালের তুলনায় বৃষ্টির কারণে বিকেলে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। তাছাড়া বৃষ্টির সাথে বাতাস থাকায় সর্বনি¤œ তাপমাত্রা রয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৫-৭ কিঃমিঃ। তিনি জানান, আকাশ মেঘলা রয়েছে। লঘুচাপ কমে গেলে তাপমাত্রা বাড়তে পারে। তিনি আরও জানান, ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে বা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Leave a Reply