বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ২০২৬ সালের সরকারি হজযাত্রার জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ভিন্ন ভিন্ন আবাসন ও সেবার ওপর ভিত্তি করে খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা থেকে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা পর্যন্ত।
রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, বিশেষ প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীরা মক্কার হারাম শরীফের বহিরাঙ্গণ থেকে ৭০০ মিটারের মধ্যে এবং মদিনার সেন্ট্রাল এরিয়ায় আবাসন পাবেন। প্রতিটি রুমে সর্বোচ্চ পাঁচজন থাকবেন।
প্যাকেজ-২ তুলনামূলকভাবে সুলভ। এতে মক্কার হারাম শরীফ থেকে সর্বোচ্চ ১.৮ কিলোমিটার দূরে এবং মদিনার সেন্ট্রাল এরিয়ায় আবাসনের ব্যবস্থা থাকবে। প্রতিটি রুমে ছয়জন থাকতে পারবেন।
সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ-৩ এ হজযাত্রীরা থাকবেন মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার কেন্দ্রের বাইরে। প্রতিটি রুমে ছয়জন থাকবেন। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হারামে যাওয়া-আসার জন্য এসি বাসের ব্যবস্থা থাকবে।
এছাড়া, সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। প্রতিদিনের খাবার খরচ হিসেবে ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল নিজ উদ্যোগে বহন করতে হবে বলে জানানো হয়।
Leave a Reply