মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: এবার পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা-মদিনায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু ঘটেছে। সর্বশেষ শুক্রবার ইদ্রিস আলী (৬২) নামের আরও এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএ-০০৩২৬৬১।
ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে প্রকাশিত খবরে দেখা যায়- গত ১৮ জুলাই বেসরকারী সাদমান ট্রাভেলস এ্যান্ড ট্যুরসের মাধ্যমে সৌদি এয়ারলাইন্সে একটি ফ্লাইটে (এসবি ৮০৯) সৌদি আররে পৌঁছান ইদ্রিস আলী। শুক্রবার জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনিসহ চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মোট ১৭ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে ১৪ জন মক্কায় দুজন মদিনায় এবং জেদ্দায় একজন মারা যান। তাদের সবাইকে মক্কা ও মদিনার বিভিন্ন কবরস্থানে দাফন করা হয়।
তাঁরা হলেন- লুৎফুর রহমান (৬৪) টাঙ্গাইল, ফায়েজ উল্লাহ (৬৫) কুমিল্লা, জাহাঙ্গীর হোসেন (৬৯) লালপুর নাটোর, মোঃ আব্দুল খালেক (৬৪) মুলাদি বরিশাল, আবু তালেব (৮২) চকরিয়া কক্সবাজার, সাইফুজ্জামান (৬০) সদর কক্সবাজার, আবদুল মান্নান মাল (৭১) জাজিরা শরিয়তপুর, কুলসুম বেগম (৬৯), গোদাগাড়ি রাজশাহী, মাহমুদুল হক (৬৭) পটিয়া চট্র্রগ্রাম, আব্দুল মান্নান ৫৩) নারিশা দোহার, মোঃ মহরম আলী (৬৮) ব্রাহ্ম্যণপাড়া কুমিল্লা, বেগম তাহমিনা নাসরীন (৪৮) মোহাম্মদপুর ঢাকা, এম এফ এম আফজাল হোসেন (৬৫) আদমদিঘি বগুড়া, আবুল হাসেম (৬১) মুরাদনগর কুমিল্লা, সালজার রহমান (৬১) সোনাতলা বগুড়া, সালিম (৫৬) পল্লবী ঢাকা ।
চলতি বছর সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি যাবেন এক লাখ ২৬ হাজার ৯২৩ বাংলাদেশী হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।
Leave a Reply