মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন। রোববার (১৬ জুন) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস গোলাম রাব্বানীর সাংগঠনিক সফরে যোগ দিতে গিয়ে এই ঘটনা ঘটে।
রাতেই গুরুতর আহত জসিম উদ্দিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
আহত ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনের সহোচর তরিকুল ইসলাম কানন জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রোববার রাতে সাংগঠনিক সফরে ঝালকাঠিতে যান।
এজন্য তাকে প্রটোকল দিতে মোটরসাইকেল যোগে ঝালকাঠিতে যাচ্ছিলেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন। পথিমধ্যে রাত ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের আমিরাবাদে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। এতে জসিম উদ্দিনের মাথায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়।
পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করা হয়েছে। তবে পরিবারের দাবীর প্রেক্ষিতে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাবার অনুমতি দিয়েছে। ফলে রাতেই সড়ক পথে থাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে জসিম উদ্দিন আশঙ্কামুক্ত বলে জানাগেছে।
Leave a Reply