শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু ড্রাইভার একা দায়ী না। দুর্ঘটনা নানা কারণে ঘটে। এখানে যে যে কারণগুলো আছে, সেগুলো দেখতে হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। বৈঠকটি রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটিএ ভবনে অনুষ্ঠিত হয়।
শাজাহান খান বলেন, শিক্ষার্থী নিহত হওয়া দুঃখজনক। এই ঘটনায় দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনলে মালিক-শ্রমিকদের কোনও আপত্তি থাকবে না।’
তিনি বলেন, আমার নিজেরও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। আমি মনে করি এই দুর্ঘটনার কারণ তদন্তের পর যে দায়ী হবে; সেজন্য যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ীই ব্যবস্থা হবে। কেউ প্রতিবাদ করবে না।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য গঠিত কমিটি কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, কমিটি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের আশু করণীয় কিছু আছে কিনা সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
কমিটি কিছু সুপারিশ করেছে জানিয়ে শাজাহান খান বলেন, আগামী ৪ এপ্রিলের মধ্যেই এসব সুপারিশ জমা দেওয়া হবে।
এসব সুপারিশ বাস্তবায়ন হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মনে করেন তিনি।
Leave a Reply