রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রোববার (২৯ জুন) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সামনে সদর রোডে এ সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখার নেতৃবৃন্দ।
জোটের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সকালের জন্য রাষ্ট্রয়োত্ত সেবা নিশ্চিত করা, বরিশালে পিসিআর ল্যাবের সংখ্যা বৃদ্ধি, দৈনিক এক হাজার নমুনা টেস্ট করার পাশাপাশি পর্যাপ্ত কীট সরবরাহ নিশ্চিত করা ।
সমাবেশে সভাপতির বক্তব্যে বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি সম্পা দাস বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুট-পাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি, বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেনসহ করোনা টেস্টের কীটের সংকট রয়েছে। এসব অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতার প্রভাবে দেশ আজ ধ্বংসের মুখে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদের পরিচালনায় প্রথমে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ইমদাদুল হক,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি সন্তু মিত্র, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার কোষাধ্যক্ষ জয়দেব সাহা বক্তারা আরো বলেন, দেশের অনেক হাসপাতালে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি নেই। দেশ এখন নৈরাজ্য পরিস্থিতি অবস্থায় চলছে। জনগণের জীবন জিন্মি ও নিরাপত্তাহীন। যার কারণে সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। সমাবেশে প্রগতিশীল জেলা ছাত্র জোট ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply