বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি না মেনে ঈদ শপিং করার সময় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে ৯ ক্রেতা-বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এছাড়া অভিযানে ১৫ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ শপিং করা অপরাধ নয়, কিন্তু করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে বেচা-বিক্রি এবং শপিং করা অপরাধ। তাই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, মাস্ক ও গ্লাভস ছাড়া সামাজিক দুরত্ব না মেনে বেচাকেনা করার দায়ে নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে ৯ জন ক্রেতা-বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈদ শপিং করতে এসে তারা এখন থানা হাজতে অবস্থান করছেন।এছাড়াও স্বাস্থ্যবিধি না মেনে পণ্য ক্রয় করতে আসা ১৫ জন ক্রেতার কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ওসি আরও জানান, করোনাভাইরাস সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে চট্টগ্রাম নগরীতে। এমন অবস্থায় অসচেতনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই স্বাস্থ্যবিধি যারা উপেক্ষা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।
Leave a Reply