শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় গৃহবধূর ভাসুর ও দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। সেই সুযোগে তার ভাসুরের লোলুপ দৃষ্টি ছিল তার উপর। গত বছরের ২১ জুন ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে ভাসুর মামুন মিয়া। পরে ঘটনাটি নানাভাবে ধামাচাপা দেয়া হয়।
চলতি বছরের গত ১০ মে রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে তার দেবর রাকিবুল। এরপর গত ৭ জুন রাতে রাকিবুল আবার তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন ওই নারী তাকে বাধা দেয়ায় রাকিবুল ওই গৃহবধূকে মারধর করে। পরদিন তিনি স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যান। এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহববধূ বাদী হয়ে মামলা করেন। রোববার ভোরে মামলার ভিত্তিতে পুলিশ গৃহবধুর ভাসুর মামুন মিয়াও দেবর রাকিবুলকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, ওই গৃহবধূ মামলায় অভিযুক্ত তার দেবর ও ভাসুরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply