স্বাগত ১৪২৬ বঙ্গাব্দ Latest Update News of Bangladesh

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




স্বাগত ১৪২৬ বঙ্গাব্দ

স্বাগত ১৪২৬ বঙ্গাব্দ




নিজস্ব প্রতিবেদক:আজ বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সূর্যের নতুন আলোর সঙ্গে আসবে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৬। নব আনন্দে জেগে উঠবে বাঙ্গালী। তাই ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠবে নগরী। নতুন পোশাক পরে নতুন বছরকে বরণের জন্য বের হয়ে আসবে রাজপথে।

‘এসো হে, বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বয়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক,। রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানের কথার মতই নতুন বছরের আগমনে ঘুচে যাবে অতীতের দীনতা, জড়তা মূঢ়তা ক্লেদ, গ্লানি ও পাপ। এই প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও গানে গানে আনন্দ আয়োজনে নতুন নববর্ষ বরণ করে নিবেন নগরবাসি। সকল প্রতিবন্ধকতা ভুলে গিয়ে বাঙালি মিলিত হবে তার সার্বজনীন অসাম্প্রদায়িক উৎসবে।

জানাগেছে, বিগত বছরগুলোর ন্যায় এবারেও জেলা প্রশাসন, উদীচী ও চারুকলা বর্ষ বরণে পৃথক আয়োজন করেছেন। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে আজ সকালে অনুষ্ঠিত হবে পৃথক তিনটি মঙ্গল শোভাযাত্রা। সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে সার্বজনীন এ উৎসবের সকল জাঁকজমকপূর্ণ আয়োজন শেষ হয়েছে শনিবার রাতের মধ্যেই। মঙ্গল শোভাযাত্রাই নয়, আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে অনুষ্ঠিত হবে প্রভাতী অনুষ্ঠান, রাখি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান এবং আড্ডা সহ আরো কতকি।

আয়োজকদের সূত্রে জানাগেছে, ‘উদীচী শিল্পী গোষ্ঠী বরিশাল জেলা সংসদ বিগত ৩৭ বছরের ধারাবাহিকতায় এবারেও বর্ষ বরণে বিভিন্ন আয়োজন করেছেন। এ বছরও তারা বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৬ বরণ উপলক্ষ্যে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে তিনদিন বৈশাখী মেলার আয়োজন করেছেন।

তার আগে পহেলা বৈশাখ সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করবেন তারা। এতে বাংলাঙির ঐতিহ্য কাগজের তৈরী কৃত্তিম ইলিশ, বাঘ, বুড়ো দাদু ও মুখোশ সহ বিভিন্ন কিছু ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে।আয়োজনের মধ্যে রয়েছে রাখি উৎসব, আলোচনা সভা সহ আরো বিভিন্ন অনুষ্ঠানমালা।

অপরদিকে চারুকলা বরিশালের ২৮ তম আয়োজনে আগাম সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন। নগরীর সদর রোডস্থ অস্থায়ী কার্যালয় ও তৎসংলগ্ন সিটি কলেজ মাঠে চারুকলার ছাত্র-ছাত্রী, সংগঠক ও শিল্পীরা নতুন করে তৈরী করেছেন কৃত্তিম বাঘ, টাট্টু ঘোড়া, পাখি, হাস সহ নানান ভাস্কর্য।

চারুকলার সংগঠক সুশান্ত ঘোষ বলেন, ‘মস্তক তুলে দাও অনন্ত আকাশে’ এ শ্লোগান নি য়ে এবারের বৈশাখ উৎসবের আয়োজন করেছেন তারা। পহেলা বৈশাখ সকাল ৮টায় অশ্বিনী কুমার হলের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করেন তারা। এর আগে সকাল পৌনে ৮টায় নজরুল সাংস্কৃতিক জোট বর্ষ বরণের সূচনা সংগীত। এর পর সেখানে গুণীজন ও মুক্তিযোদ্ধাদের রাখি পড়িয়ে সম্মাননা অনুষ্ঠান।

এছাড়া তাদের দু’দিন ব্যাপী বর্ষবরণ কর্মসূচির অংশ হিসেবে অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে লোকজ সংস্কৃতি প্রদর্শন, সঙ্গীত, নৃত্য ও যাত্রাপালা পরিবেশ করবেন গণশিল্পী সংস্থা, প্রান্তিক, বরিশাল থিয়েটার ও বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল।

অপরদিকে বর্ষবরণ উপলক্ষ্যে পহেলা বৈশাখ সকালে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। সকাল ৭টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হয়ে মঙ্গল শোভাযাত্রাটি শেষ হবে সার্কিট হাউস চত্ত্বরে। এছাড়া সকাল সাড়ে ৭টায় সার্কিট হাউস চত্ত্বরে অনুষ্ঠিত হবে বৈশাখ উৎসব। তাছাড়া বিকাল সাড়ে ৩টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহি ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা।

এদিকে ভিসি’র পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেও বর্ষ বরণ কর্মসূচির আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রভাতী অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা। তাছাড়া বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজেও বর্ষ বরণ উৎসবের আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পৃথক উদ্যোগে বর্ষ বরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিকে বর্ষ বরণ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারেও নগরীর প্লানেট পার্কে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেরিন ওয়ার্কশপ মাঠে চলমান বানিজ্য মেলায় থাকবে বিশেষ ছাড় ও মেলার বাইরের অংশে বসবে বৈশাখী মেলা। নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বর্ষ বরণে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। মঙ্গলশোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, কাবাডী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

তাছাড়া বৈশাখী মেলাকে কেন্দ্র করে গত এক মাস ধরেই ব্যস্ত সময় পার করেছেন বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও বাকেরগঞ্জ সহ আশপাশের উপজেলার মৃৎশিল্পীরা। তারা তৈরী করেছেন বাহারি রকমের ছোট বড় মাটি ও কাঠের খেলনা।

যার মধ্যে রয়েছে-মাটির হাঁড়ি-পাতিল, রবি ঠাকুর, কাজী নজরুল, বঙ্গবন্ধু, গণেশ পাগল, মা সারদা সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি, পুতুল, হাতি, ঘোড়া, বানর, সিংহ, দোয়েল, কচ্ছপ, মাছ, হাঁস, মুরগি, ডিম, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তাল ইত্যাদি। যা বিক্রি করা হবে বৈশাখী মেলায়।

এদিকে পহেলা বৈশাখ শান্তি ও শৃঙ্খলাপূর্ণ করতে বরিশাল জেলা ও মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মঙ্গল শোভাযাত্রায় বিশেষ নিরপত্তা দিবেন তারা। এছাড়া বৈশাখী মেলাগুলোতেও পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন। গতকাল শনিবার সকাল থেকেই নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বৈশাখ উৎসব আয়োজন স্থল, বৈশাখী মেলা এলাকায় র‌্যাব-৮ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশী চৌকী স্থাপন করে যানবাহনে তল্লাশী করেছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD