বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তিস্তা নদীর অন্তর্বর্তীকালীন পানিবণ্টন চুক্তির খসড়া ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে এটি যথাযথ পর্যায়ে স্বাক্ষরের জন্য অপেক্ষমাণ। রোববার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপির হারুনুর রশীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গঙ্গা চুক্তির আলোকে ফারাক্কায় গঙ্গা নদীর পানিবণ্টন কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান তিনি।
জাহিদ ফারুক বলেন, এছাড়া মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদীর পানিবণ্টন চুক্তির খসড়া ফ্রেমওয়ার্ক প্রণয়নের জন্য হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ের প্রক্রিয়া চলমান আছে। পরবর্তী পর্যায়ে মহানন্দাসহ অন্যান্য অভিন্ন নদীর পানিবণ্টনের চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। বর্তমান সংসদের সদস্য বগুড়া-১ আসনের আব্দুল মান্নানের মৃত্যুকে শোকপ্রস্তাব গ্রহণের পর বৈঠকের সব কার্যক্রম স্থগিত হয়। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
Leave a Reply